মিঠিঝোরা আজকের পর্ব রিভিউ 15 জানুয়ারি 2025

 মিঠিঝোরা আজকের পর্ব টলি ধারাবাহিকে রিভিউ 15 জানুয়ারি 2025 




মিঠিঝোরা ধারাবাহিকে রাই অনির্বাণকে ডিভোর্স পেপারের কাগজ এগিয়ে দিয়ে বল্ল এখানে সই করে দাও। বেশি সময় লাগবেনা সই করে দিতে। অনির্বাণ বল্ল তুমি আমার কাছে মুক্তি চাইতেছো আর আমি দিব না এটা কি করে হতে পারে। তুমি চাইছো বলে আমি সেটা দিতে বাধ্য। আমার ইচ্ছে অনিচ্ছার তো কোন দাম ই নেই। তোমার আমার সম্পর্কের শুরুটা হয়েছিল তোমার ইচ্ছেতে আর শেষ টা না হয় আমার ইচ্ছেতেই হোক। রাই বলে তখন আমি বলেছিলাম হইতো বড্ড বেশিই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। কিন্তু তুমি শুননি আমার কথা। অনির্বাণ বলে আচ্ছা আমাদের সম্পর্ক শেষ করার জন্য এতো তাড়া কেন? যেটা শেষ করা অনিবার্য সেটাকে সময় দেওয়া মানে জিবনের মূল্যবান কিছু সময় নষ্ট করা। একটা খারাপ সম্পর্ক বয়ে বেড়ানোর মতো ক্লান্তি আর কিছুতে নেই। তখন অনির্বাণ বলে সম্পর্কে ক্লান্তি তোমার এসেছে আমার না, রাই বলে এটা ঠিক আমার জিবনের আর একটা মুহুর্ত নষ্ট করতে চাইনা। তখন অনির্বাণ বলে নষ্ট যে করতে চাওনা তা তোমাকে দেখেই বুঝা যাচ্ছে । বিয়ের সব স্মৃতি মুছে ফেলেছ। তখন রাই বলে যে সম্পর্কটাই নেই সেটার চিহ্ন দিয়ে কি করবো। অনির্বাণ বলে আচ্ছা রাই সই হয়ে গেছে এবার তুমি এটা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও। অনির্বাণ যাওয়ার বেলাই বলে দেয় একটা কথা মনে রেখো যা করলে তার জন্য পরে না তোমায় সরি বলতে হয়। আক্ষেপ করতে না হয়। তখন রাই বলে তোমার অনেক গুলা সরি আমার কাছে জমা আছে তার একটাও যদি সুদ করতে পারতাম তাহলে ভালো লাগতো। তারপর অনির্বাণকে ধন্যবাদ দিয়ে রাই চলে যাই ডিভোর্স পেপার নিয়ে। 



অনির্বাণের মা তার স্বামীকে কল করে আসতে বলে। অনির বাবাকে বলে তোমার ছেলে নিজের জিবন নিয়ে যা শুরু করছে দুই দিন পর আমরা সমাজে মুখ দেখাতে পারব না। অনির্বাণের মা বলে তুমি এসো আসলে সব খুলে বলব। অনির ছন্নছাড়া জিবন আমাদের ঠিক করতেই হবে। এর মধ্যে কোয়েল এসে অনির্বাণের মা কে ডাকল যে আন্টি তুমি আমাকে ডেকেছ কিনা। তখন অনির্বাণের মা কোয়েলকে দেখে বল্ল কি বেপার তোমার চুপি চুপি তুমি আমার কথা শুনছিলে?  এই টুকু মেনার্স তোমার মধ্যে নেই। অনির্বাণের মা বলে তুমি তো এমন ক্লাসলেস ছিলেনা, এমন ক্লাসলেস আচরণ কই থেকে রপ্ত করেছো ঐ কল্যানের কাছ থেকে। তখন কোয়েল বলে আমি তোমার কোন কথা শুনিনি তুমি ডেকেছ বলে আমি এসেছি। অনির্বানের মা বলে হে এর জন্য তুমি চুপ করে এসে দ্বাড়িয়ে আছ আমার কথা শুনার জন্য। আচ্ছা তুমি কি জান তোমার এই ভিজে বিড়াল মুখটা দেখলে আমার মাথা গরম হয়ে যাই। তুমি তো এতো ভালো মানুষ নও। অনি তোমার সাথে এতো বছর সংসার করার পর ও যে কেন তোমাকে চিন্তে পারল না এটাই আমি বুঝিনা। তখন কোয়েল বলে আমি মাত্র এলাম নমিতাদি বল্ল তুমি ডেকেছ তাই এলাম। তোমাকে কেন ডেকেছি তুমি বুঝতে পারছ না ? তখন রাই বলে না আন্টি আমি বুঝতে পারছিনা। যদিও মনে মনে কোয়েল বলে আমি খুব ভাল করে বুঝতে পারছি রাই এর পরে তোমার টার্গেট আমি। আমাকে তুমি এ বাড়ি থেকে তাড়াতে চাও। তখন অনির্বাণের মা বলে আচ্ছা তোমার উদ্দেশ্য টা কি তখন কোয়েল বলে এই তো তুমি লাইনে এসেছো আমি আমার লক্ষ্যের কাছাকাছি এসে গেছি।অনির মা বলছে কোয়েল তুমি এতোটাও ভালো মানুষ নও যে আমার প্রশ্নে ভয় পেয়ে চুপ করে যাবে,বল কোয়েল কি মতলব তোমার। 



কোয়েল কে অনির মা বলেই যাচ্ছে কি প্লান তার, রাই বাড়ি থেকে চলে গেছে এরপর আর কি করবে সে। কিন্তু কোয়েল কিছুতেই মুখ খুলছেনা। অনির মা বলেই যাচ্ছে তোমার আসল রুপটা দেখাও, তখন কোয়েল বলে অভিনয় পারলে হইতো ভালোই হত সেদিনের ভূল গুলো অভিনয় দিয়ে ম্যানেজ করতে পারতাম।কিন্তু তখন আমি কোন কিছু লোকাইনি আর এখনও কোন অভিনয় করছি না। আচ্ছা ঠিক আছে তোমার কি এখন মনে হচ্ছে না তোমাকে এই বাড়িতে যে আশ্রয় দিয়েছিল সেই যখন বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে তোমার ও চলে যাওয়া উচিত। তখন কোয়েল বলে সে তো আমার এ বাড়িতে আসাই উচিত হয়নি। শুধু মাত্র আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি এখানে অনির্বাণের কাছে এসেছিলাম। অনির মা বলে তা ঠিক আছে তোমার মেয়ের ভবিষ্যত না হয় অনি দেখবে এবার তুমি বিদেয় হও। রাই চলে গেছে আমিও চলে যাব থাকতে পারবোনা এখানে বেশি দিন। সো তুমিও চলে যাও। তাছাড়া তুমি এখানে কি পরিচয়ে থাকবে বলত। কোয়েলকে অনির মা বলে তুমি অনির এক্স ওয়াইফ এই প্রশ্ন গুলা যে কেন তোমার মাথায় আসছে না আমি বুঝতে পারিনা। নাকি মনে মনে অন্য প্লান করছ আবার আমার অনির জিবনে ফিরে আসবে? তখন কোয়েল বলে না আমি এটা কখনো চাইনা, আমি তো এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি ছিলাম কিন্তু রাই আমাকে যেতে দয়নি।তখন অনির মা কোয়েলকে থামিয়ে দিয়ে বলে যাকগে ওসব কথা রাই এর মহত্ত্বের কথা অনেক শুনেছি, রাই এই বাড়ি থেকে চলে গিয়েছে আপদ বিদেয় হয়েছে। এবার দয়া করে তুমিও এই বাড়ি থেকে বিদায় হও। আমি এই বাড়িতে যতদিন আছি তার মধ্যে তুমি নিজের একটা ব্যবস্থা করে নাও। 



এবার অনির্বাণ চলে আসে সেখানে এসেই না করে দেয় কোয়েল এ বাড়ি থেকে কোথাও যাবে না। তখন অনির মা বলে তুমি এতোটা অবুজ হয়ও না। রাই এখানে এখন নেই, কোয়েল এখানে থাকলে হাজারটা লোকে হাজার প্রশ্ন করবে। তখন অনির্বাণ বলে কে কি বলবে বলুক আমার তাতে কিছু যাই আসে না। আমি যখন কোয়েল আর দিয়ার  দায়িত্ব নিয়েছি তখন সেটা পালন করবো। তখন মনে মনে কোয়েল কুশি হয় আর ভাবতে থাকে এবার মনে হচ্ছে বাকি লড়াই অনির্বাণ একাই লড়বে। ভদ্রমহিলা বার বার ছেলের জেদের কাছে পরাজিত হয় এবার ও যেন তাই হয়। তখন অনির মা বলে এসব কি বলছো অনি তুমি নিজে নাকি ওকে এ বাড়িতে রাখতে চাওনি বের করে  দিছিলে। এখন তুমি ওদের বেপারে এতোটা আগ্রহি হয়ে পড়লে। অনির্বাণ বলে আগে আমি যাই বলে থাকে এখন আমি ওদের কোতাও যেতে দিব না ওরা আমার এই বাড়িতেই থাকবে। এটা নিয়ে বাড়িতে প্রতিদিন অশান্তি ভালো লাগেনা। আমার বাড়িতে কে থাকবে কে থাকবেনা এটা আমি ডিসাইড করবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোয়েলকে বিয়ে করবো। এটা বলে অনি চলে গেলো। এদিকে রাই এর বোন স্রোতের স্বামী বিদেশে চলে যাচ্ছে। যাবার বেলায় সার্থক তার বাবাকে বলছে যতদিন থেকে বিদেশ যাওয়ার ইনভাইটেশন আসছে তুমি একবার ও আমার দিকে হাসি মুখে তাকাও নি। তারপর সার্থক তার পিসিকে বলে গেলো তার বাবার খেয়াল রাখতে। যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে আর ওষুধ গুলো যেন মিস না করে। সার্থক স্রোতকে খুজতেছিল তখন স্রোত এসে গেলো। সার্থক পড়াশোনার জন্য বেস্ট অফ লাক বল্ল।


 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.